খেরসন ও লুগানস্ক অঞ্চল পরিদর্শনে পুতিন

ইউক্রেন যুদ্ধের মধ্যে অধিকৃত খেরসন ও লুগানস্ক অঞ্চল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সেখানে রুশ কমান্ডারদের সঙ্গে দেখা করেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) এ কথা জানায়।

ক্রেমলিন জানায়, ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে যুদ্ধের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে রুশ কমান্ডারদের সভায় যোগ দেন পুতিন। এ ছাড়া তিনি পূর্বাঞ্চলীয় লুগানস্কে ন্যাশনাল গার্ড হেডকোয়ার্টার পরিদর্শন করেন। তবে পুতিন কবে এবং কখন সফরটি করেছেন তা জানায়নি ক্রেমলিন।

রয়টার্স জানায়, খেরসনে যুদ্ধবিমান পরিচালনাকারী কমান্ডার এবং দিনিপার সেনা দলসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় পুতিনের কাছে কমান্ডাররা খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন।

৭০ বছর বয়সী পুতিন যুদ্ধে রুশ কমান্ডারদের মতামতের ওপর গুরুত্ব দেন। পুতিনের এই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। ভিডিওতে পুতিনকে হেলিকপ্টারে করে খেরসনে যেতে দেখা গেছে।

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার দখলকৃত অঞ্চলে দ্বিতীয়বারের মতো সফরে গেলেন পুতিন। তিনি গত মার্চে মারিউপোল শহরে আকস্মিক সফর করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //